ঢাকা দুপুর ১:১৩ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
জুন ১১, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথে ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গত সোমবার (১০ জুন ) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু রায়হান জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আবু রায়হান রাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পরে হারাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।