ঢাকা রাত ২:১৮ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টের উদ্যোগে ৬ জন সাবেক বিচারপতি ও ৯৯ জন আইনজীবী স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে বৃহস্পতিবার( ৪ জুলাই ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে ১নং আদালত কক্ষে সাবেক ৬ জন বিচারপতি ও ৯৯ জন আইনজীবীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। গত ১৪.১১.২২ হতে ৩০.৬.২৪ পর্যন্ত উল্লেখিত বিচারপতি ও আইনজীবীগণ ইন্তেকাল করায় রেওয়াজ অনুযায়ী এ শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় প্রধান বিচারপতি ছাড়াও স্মৃতি তর্পণ করেন এটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিষ্টার মাহবু্ব উদ্দিন খোকন। শোক সভায় মরহুমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়।
উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সদস্যগণ, রাষ্ট্রীয় আইন কর্ম-কর্তাগণ সহ সুপ্রিম কোর্ট সংশ্লিষ্টরা উপস্হিত ছিলেন। উক্ত সভার জন্য হাই কোর্ট বিভাগের সকালের অধিবেশন স্হগিত রাখা হয়। শোক সভার পর এড আবেদ রাজা সহ আইনজীবীদের সভাস্হল ত্যাগের দৃশ্য আলোকচিত্রে দেখা যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।