সাজাপ্রাপ্ত ১৩টিসহ ৩১ মামলায় গ্রেফতার হলেন সিলেটের আলোচিত বড় ভূইয়া টাওয়ারের স্বত্বাধিকারী ডাঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া। প্রতারণাসহ বিভিন্ন ধারায় দায়েরকৃত ৩১ মামলায় দীর্ঘ কয়েক বছর সস্ত্রীক পলাতক ছিলেন তিনি। শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির কোতোয়ালি থানার উপ পরিদর্শক এসআই অজয় শংকর চৌধুরীর নেতৃত্বাধীন পুলিশ বড় ভূঁইয়া ও তার স্ত্রীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) সিলেট নগরের জিন্দাবাজার কাজী ইলিয়াছ পলাশী ২৭ বড় ভূঁইয়া টাওয়ারের মৃত ডাঃ আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে। তার সঙ্গে গ্রেফতার হন বড় ভূঁইয়ার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫), তিনি কোতোয়ালি সিআর-৭৪১/১৬ মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।