সিলেটের জকিগঞ্জে জুবের আহমদ (২২) নামে এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার (৮ জুন ) রাত ৮টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুবের বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের টমটম চালক জাকির হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো। এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সে একই গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দিঘিরপার জামে মসজিদের পাশে ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।