সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে খোরশেদ আলম (৩৯) ও চতলারপাড় গ্রামের মৃত নেকবর আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৭)।
ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় শনিবার সকালে ডিবি পুলিশের চৌকস একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাঝ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।