সিরাজগঞ্জ সদর দপ্তর র্যাব-১২ এর অভিযানে সদর থানার পঞ্চসারটিয়া ঢাকা বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১০৫ কেজি গাঁজা,১টি প্রাইভেট কার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুলে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২ এর সম্মেলন কক্ষে র্যাব-১২ সিরাজগঞ্জ এই প্রেস বিফিং করেন, সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানি কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। প্রেস বিফিং এ তিনি জানান,সিরাজগঞ্জ সদর দপ্তর র্যাব ১২ এর কমান্ডারের নেতৃত্বে ঢাকা বগুড়া মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ভোর ৫ টার দিকে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় মাদক ব্যবসার সাথে জড়িত মাগুরা জেলার শ্রীপুরা থানার নূর হোসেনের ছেলে নুরুজ্জামান ওরফে কমল কে গ্রেফতার করেন। মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ১টি সিম কার্ড নগদ ১৯০০ টাকা ১টি ড্রাইভিং লাইসেন্স একটি প্রাইভেট কার এর নং মেট্রো- গ ১৫৮৬১৭ কার জব্দ করা হয়। ক্রয় মুলো ৩০ লক্ষ টাকা।প্রেস বিফিং এ সিরাজগঞ্জ র্যাব ১২ সদর দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।