ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে করোনাযোদ্ধা সাংবাদিক, আরটিভি’র স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকান্ত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম সান্টু,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান,সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক দিলীপ গৌর,জিটিভি ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধ ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর কবির, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়,সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন আহমেদ,এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রিয় সহকর্মী সুকান্ত সেনের আত্মার শান্তি কামনা করি। সিরাজগঞ্জের সাংবাদিকতায় রেখে গেছেন তার অসংখ্য ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। তিনি করোনা কালীন সংবাদ সংগ্রহের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একপর্যায়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। প্রিয় সুকান্ত সেন আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি, মায়া মমতা ও ভালবাসা। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিন সফলতার সাথে নেতৃত্বে দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আর টিভির স্টাফ রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জের সর্ব মহলে সুনাম বয়ে এনেছেন।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মৌলভী নজরুল ইসলাম,প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলন,কার্য নির্বাহী কমিটির সদস্য ও আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়,সদস্য ছাম্মি আহমেদ আজমীর,মো: হোসেন আলী ছোট্ট,আশরাফুল ইসলাম জয়, রাকিবুল ইসলাম,ইউসুফ–উ–জ্জামান ইমরান,শুভ কুমার ঘোষ,মাসুদ রানাসহ সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্মরণ সভা শুরুর আগেই সুকান্ত সেন স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।