ঢাকা রাত ১২:৪৭ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাক হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জ নামকস্থানে ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছে। সে নাটোর সদর উপজেলার আব্দুস সালামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের ওই হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।