ঢাকা রাত ২:১২ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাফা মাধ্যমিক বিদ্যালরে নবগঠিত এডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিন এর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার সকাল ১০ টায় সাফা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক গনপতি হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত সভাপতি এইচ এম আল আমিন।

তার বক্তব্যের শুরুতেই তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ইসহাক মিয়া ও তার সহযোগীবৃন্দ এবং জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন । বক্তব্যে বলেন, এ সংবর্ধনা অত্র প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেরে গেল।

তিনি আরো বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল, মাঝে দীর্ঘ পনেরটি বছর কিছুটা ছন্দ-পতন হয়েছিল, যেখানে নকল ও প্রশ্ন ফাঁসের মত ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দড়িয়ে ছিল। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের এই কমিটির মূল কাজই হবে শিক্ষার সুষ্ঠু পারিবেশ ফিরিয়ে আনা। শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।

নবগঠিত সভাপতি বলেন, আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ দৃষ্টি রেখে বিদ্যালয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুঠোফোনের অপব্যবহার রোধে আমাদের কার্যকরী উদ্যোগ নিতে হবে। তবে এর জন্য সবার আগে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি দেশ গঠনের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করার গুরুত্ব আরোপ করতে হবে। সাথে সাথে শিক্ষার্থীদেরকে মোবাইল ছেড়ে পড়ালেখায় মনোনিবেশ হওয়ার আহবান করেন। তাহলেই কোমলমতি শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুন্দর আগামী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণি ভূমিকা পালন করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং তুষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান খান মিল্টন, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ও হাবিবুর রহমান, সাফা ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য মোঃ সানাউল্লাহ, ধানীসাফা ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামি সভাপতি মোঃ হাসান, সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহম্মদ, সাফা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব ডা: মোঃ মোস্তফা কামাল বাদল, ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহবায়ক তোফাজ্জেল হোসেন, সাফা বন্দর বণিক সমিতির সভাপতি সুমন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অভিভাবক সদস্য মোঃ গফ্ফার মোল্লা, তুষখালী কলেজের প্রভাষক শ্রী রঞ্জণ কুমার পাইক প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।