সাংবাদিক ম্যানেজের ব্যর্থ চেষ্টায় নেমেছেন ডিএনসিসি কর্মচারী আব্দুর রাজ্জাক শেখ।সম্প্রতি মিরপুরে সিনিয়র সাংবাদিক ওসমান গণি বাবুলের উপর সন্ত্রাসী হামলা চালায় ডিএনসিসি কর্মচারীরা।এ ঘটনায় নড়েচেড় বসেছে ডিএনসিসি। যে কারণে অভিযুক্তরা শাস্তির আশঙ্কায় টাকা দিয়ে সাংবাদিক ম্যানেজের মিশনে নেমেছেন।এর নেতৃত্বে কলকাঠি নাড়ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৪ কার্য সহকারীর অতিরিক্ত দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী আব্দুর রাজ্জাক শেখ। গত ১৬ মে সংশ্লিষ্ট অঞ্চলে ট্রেড লাইসেন্স সুপারভাইজার মাহমুদুল হাসান রোকনের নেতৃত্বে কার্য সহকারী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাজ্জাক শেখসহ ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল দৈনিক পাঞ্জেরী’র বিশেষ প্রতিনিধি ওসমান গনি বাবুলের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বিষয়টি ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এ বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে পত্রিকাটির নির্বাহী সম্পাদক রোববার ২৬ মে মিরপুস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর কার্যালয় যান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সংগে সাক্ষাত করতে। এসময় চতুর রাজ্জাক জোর করে একটি সাদা খাম ভর্তি টাকা দিয়ে নির্বাহী সম্পাদককে ম্যানেজের বৃথা চেষ্টা চালান।বিষয়টি পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদারসহ স্পেশাল করসপন্ডেট ওসমান গণি বাবুলকে অবহিত করা হয়েছে।