ঢাকা রাত ২:১১ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার সকাল ৯টা হতে ঢাকার পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় দিনব্যাপী নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের মহাসচিব প্রফেসর ড. আহমদ আবদুল কাদের। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন মুফাস্সিরে কোরআন শায়খ আলী হাসান ওসামা, এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি ও ব্যাংক ফেডারেশনের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ আবদুল হান্নান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি ইব্রাহীম কামাল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, বাংলামোটর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, দাবানল শিল্পীগোষ্টীর অন্যতম শিল্পী শহীদুল ইসলাম সামী।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, মাওলানা কাজী গোফরান, ইব্রাহীম খলীল, ইসমাইল আলী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ইউনুস আলী, উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হক।

কর্মশালায় দেশের বিভিন্ন শাখা থেকে দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।