ঢাকা সকাল ১১:১৫ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে অগ্নিকাণ্ডে ২টি ঘর ভষ্মীভূত প্রায় ৭ লাখ টাকার ক্ষতি।

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জুন ৫, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নীকান্ডে ২টি ঘর ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক।
বুধবার (৫ জুন) সকাল ১১ টার দিকে শাহজাদপুর পৌরসদরের দরগাপাড়া মহল্লার মোঃ ওমর আলীর ঘরে আকষ্মীকভাবে আগুন লেগে যায়। এ সময় খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।ততক্ষণে ওমর আলীর ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা পয়সাসহ ২টি ঘর ভষ্মীভূত হয়ে যায়।এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ খোরশেদ আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।