ভোলার তজুমদ্দিনে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে চাচঁড়া। চাঁদপুর, সোনাপুর শম্ভুপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, আমি লালমোহন তজুমদ্দিন বাসিকে কথা দিয়েছিলাম এই এলাকার মানুষের সকল সুখে-দুখে বিপদ আপদ ঝড়-বৃষ্টি বন্যায় পাশে থাকবো। গত সকল বন্যা আইলাসহ সকল ঘূর্ণিঝড়ে আমি আপনাদের পাশে ছিলাম, এবারও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এ এলাকার গরিব অসহায় মানুষের সেবা করেই যাব।
ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, , তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লা কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।