ঢাকা বিকাল ৪:১৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে পীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
জুন ৬, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের পীরগঞ্জে ১০১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে ২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) – ১৩।
বৃহস্পতিবার (৬ জুন) রংপুর জেলার পীরগঞ্জ থানা বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পঁচাকান্দর এলাকা থেকো অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল হাদী(৫০) পীরগঞ্জ উপজেলার পঁচাকান্দর এলাকর আব্দুল মন্নাফ এর ছেলে ও একই এলাকার আব্দুল হাদী’র ছেলে আল আমিন (২১)।
র‍্যাব ১৩ উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে।
ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদের রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।