ঢাকা ভোর ৫:০৭ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে ‘ডেসপিকেবল মি ৪’

বিনোদন ডেস্ক
জুলাই ৩, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড কমেডি সিনেমা ‘ডেসপিকেবল মি ৪’। বিশ্বব্যাপী দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় এই সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে।
বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্ক্ষিত এই সিনেমা।
সিনেমাটির দ্বিতীয় কিস্তি ২০১৩ সালে এবং তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে।
সবগুলোই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। এবার আসছে সিরিজের চতুর্থ সিনেমা ‘ডেসপিকেবল মি ৪’।
ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় সিনেমাটির পরিচালনা করেছেন ক্রিস রেনড। গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের এবং পিয়েরে কফিন।
ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তির দ্বিতীয় দিনেই দেড় মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।