ঢাকা রাত ৮:০১ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ২০০ কোটি টাকার ক্ষতি

খুলনা ব্যুরো
মে ২৯, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ। এতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবন সংলগ্ন এ উপজেলাটির প্রায় ৪ লাখ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জলোচ্ছ্বাসে পানিবন্দি প্রায় ৩ লাখ মানুষের কাছে এখনো (মঙ্গলবার বিকাল ৪টা) খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।
গত রোববার রাত ১১টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে থাকা একটানা ঝড়, বৃষ্টি ও ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে গোটা উপজেলা তছনছ হয়ে গেছে। দেবরাজ এলাকায় ৯০০ মিটার এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিবন্দি পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত না থাকা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নেয়া লোকজনদেরও প্রয়োজনমতো খাবার সরবরাহ সম্ভব হয়নি। এখন পর্যন্ত ৩০ হাজার লোককে খাবার দেয়া সম্ভব হয়েছে। কমপক্ষে ২ লাখ মানুষ অভুক্ত রয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকারি হিসাব মতে এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন ২ লাখ ৮০ হাজার মানুষ ও ৬০ হাজার গবাদি পশু। ডুবে গেছে ১১ হাজার মৎস্য ঘের।
বিধ্বস্ত হয়েছে আড়াই হাজার বসতবাড়ি। ১৬ হাজার বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ১৫০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা ধসে গেছে। বিদ্যুতের ১৫টি খুঁটি উপড়ে পড়েছে। গাছ পড়ে তার ছিঁড়ে গেছে ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে। সদর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ডুবে গেছে।
স্থানীয় সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ, জেলা প্রশাসক মো. খালিদ হাসান, পুলিশ সুপার মো. আবুল হাসনাত গতকাল বেলা ১২টার দিকে দুর্গত এলাকা পরিদর্শন করে সাড়ে ৬ হাজার লোকের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, এ পর্যন্ত ৩০ হাজার লোককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। অভুক্ত রয়েছে আরও ২ লাখ মানুষ। প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। প্রকৃত হিসাব পেতে আরও ২ দিন সময় লাগবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।