ঢাকা বিকাল ৩:২২ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে ঘুষ দিয়ে চায়না যাওয়ার অনুমতি নিয়েছে সরকার: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা রাখতে পারব কি, পারব না-এমন শঙ্কা প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান বলেছেন সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে। সে করিডোর হলো ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা। সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা নেই, স্বার্থ নেই। বাংলাদেশ এ ট্রানজিট এর মধ্যে কিছু পাচ্ছে না।
তিনি বলেন, তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে। যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না। সেই প্রকল্পের পানি ছাড়া সরকার ভারতের উগ্র সম্প্রদায়ী হিন্দুত্ববাদে বিশ্বাসী মোদি সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন।
এমন মৌলবাদের বিশ্বাসী, হিন্দুত্ববাদে বিশ্বাসী মোদি সরকারের পদদলী নিয়ে আপনি চায়না যাবেন। সে পারমিশনও নিয়েছেন আপনি তার কাছ থেকে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক।
শনিবার( ৬ জুলাই ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নবীন দলের উদ্যোগে ‘ ৬ জুলাই ২০১১ সালে সংসদ ভবনের সামনে তৎকালীন সময়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি’র সিনিয়র এ নেত্রী বলেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত আমাদেরকে চায়না যাওয়ার অনুমতি দিয়েছেন। ভারত আমাদের অনুমতি দেয়ার কে? বাংলাদেশের স্বার্থ কিভাবে বাংলাদেশের কোনটা ভালো হবে না হবে তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই। ভারত অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি। ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি। বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে।
তিনি বলেন, আপনি মোদি সরকারকে যে ঘুষ দিয়েছেন। সেই ঘুষের বিনিময়ে আপনাকে চায়না যাওয়ার অনুমতি দিয়েছে। আজকে আপনি কোটি কোটি টাকা ঋণ করছেন। কোটি কোটি টাকা আপনি সাধারণ জনগণের ঘাড়ের উপর থেকে নিয়েছেন। এসব টাকার জবাব আপনাকে একদিন দিতেই হবে।
আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। রাজনৈতিকভাবে পুরা বিষয়টা একটা মূল্যায়ন করে এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথ রেখা তৈরি করা দরকার। কারণ একটা পুর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে সরানো যাবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। রাজনৈতিকভাবে পুরা বিষয়টা একটা মূল্যায়ন করে এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথ রেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। কারণ এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি। সেই প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে এখানে, অগ্রবতি দল থাকতে হবে, আর্টিলারি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টিম থাকতে হবে।কারণ একটা পুর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে সরানো যাবে না। এই সরকার এত চতুর, এত চোরের সমাবেশ ঘটিয়েছে যে একটি সচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ২৮ অক্টোবর মতো আমরা যেমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম সে রকম টা যেন না হই।
আয়োজক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির তালুকদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ,আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, শেখ শামিম প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।