ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ধারাবাহিক ভাবে খাবার বিতরণ করে চলছেন মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনূর সরদার। কোহিনূর সরদার জাতীয়ভাবে গোল্ডেন সম্মাননা পদকে ভূষিত। গত ২৬ মে ঘুর্নিঝড় রিমেল টানা একদিন একরাত বিরতিহীন তান্ডব চালায় দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে। ঝড় পরবর্তী সময়ে রান্না ঘর ও চুলো ভাসিয়ে নিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পারিবারগুলোর সামান্য আহারের ব্যবস্থা করেন তিনি।
অধ্যাপক মো. কোহিনূর সরদার এ পর্যন্ত রান্না করা আমিষ ও ভাতের প্যাকেট বিতরণ করেছেন জয়মনির গোল এলাকার চরে ৯ শ, কলসী দিঘির পাড় এলাকায় প্রায় ২ হাজার এবং পূর্ব চিলা হিন্দু ডাঙ্গা এলাকায় ৩শ জনের অধিক পরিবারের মাঝে। এর আগেও তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে মোংলা উপজেলার জনসাধারণের পাশে রয়েছেন। অসহায় নিপীড়িত মানুষের জন্য মন কাঁদে তার।মানবসেবার শপথ নিয়েই অবিরাম ছুটে চলেছেন তিনি।