ঢাকা দুপুর ১:১৩ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

মেহেরপুর প্রতিনিধি
জুন ১১, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ফেনসিডিল বহনের অভিযোগে মো. বকুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র‌্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি দল।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামি বকুল মিয়া (৪২) ওই গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির কমান্ডার মনিরুজ্জামান জানান, কদমতলা-গোরস্থানপাড়া সড়কের মুছাদ আলীর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে বকুল মিয়াকে আটক করা হয়। এরপর তাকে মুজিবনগর থানা পুলিশে সোপর্দ করা হয়।
আসামির বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।