ঢাকা ভোর ৫:৩৩ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেজর লীগে জয়ে শুরু সাকিবের দল লস অ্যাঞ্জেলেসের

স্পোর্টস ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটিংয়ে প্রথম তিন বলেই পেলেন দুই বাউন্ডারি। তবে শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারলেন না। বল হাতে উইকেট পেলেও ছিলেন খরুচে। মেজর লীগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান অভিষেকটা রাঙাতে না পারলেও খুব একটা খারাপও করেনিনি। প্রায় দেড় যুগের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ২৪তম দল এটি। এমএলসির দ্বিতীয় আসরে গতকাল টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। আগে ব্যাটিং করে ১৬২ রান করে নাইট রাইডার্স। জবাবে ১৫০ রানে থামে টেক্সাস।
এদিন ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে সাকিবকে পুরো ৪ ওভার করাননি নাইট রাইডার্স অধিনায়ক সুনিল নারাইন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিবের খরচ ৩২ রান।
এর আগে ইনিংসের তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব। জিয়া-উল-হাকের শর্ট ডেলিভারি কাট করার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে পান বাউন্ডারি। পরের ওভারে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় করলে বল ব্যাটের ভেতরের কানায় লেগে ফাইন দিয়ে আসে চার রান। পরে জেরাল্ড কুটসিয়ার শর্ট বলে হুক করে তৃতীয় বাউন্ডারি মারেন সাকিব। সপ্তম অফ স্টাম্পের বাইরে লেংথ বল লং অফ দিয়ে খেলার চেষ্টায় টাইমিং হয়নি সাকিবের। মিড অফে সহজ ক্যাচ নেন ফাফ ডু প্লেসি।
আর বোলিংয়ে আক্রমণে আসেন ইনিংসের ৭ম ওভারে। প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও একটি ওয়াইডসহ ১০ রান দেন সাকিব। পরের ওভারে তার বল ছক্কায় ওড়ান হার্ডি। এক বল পরই হার্ডিকে ফিরিয়ে দেন এই বাহাতি স্পিনার। একাদশ ওভারে সাকিবের পরপর দুই বলে ছক্কা ও চার মারেন ডেভন কনওয়ে। বাকি চার বল থেকে আসে চার রান। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি সাকিব।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।