ঢাকা ভোর ৫:৩৮ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
জুন ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিকশাটির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালক মানিকগঞ্জের শিবালয়ের আমিনুর ইসলাম ও একই উপজেলার ছোট আনুলিয়া গ্রামের রুবেল মিয়া।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়াগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশারটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিচালক ছিটকে রাস্তায় পড়ে যান। এতে চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান ওসি ইব্রাহিম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।