ঢাকা দুপুর ১:১৫ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পাউবোর মাটি যাচ্ছে কোথায়!

মাগুরা প্রতিনিধি
জুন ১১, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার মহম্মদপুর উপজেলার আওনাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল পাড়ের মাটি স্থানীয় একটি চক্র বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার থেকে স্কেভেটর (ভেকু) দিয়ে খালের পূর্ব পাড়ের মাটি কেটে ট্রলিতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। পাউবোর খাল পাড়ের মাটি যাচ্ছে কোথায় এবং কারা বিক্রি করছেন? এই প্রশ্ন তুলেছেন অনেকে।
খোঁজ খবর নিয়ে জানাগেছে, উপজেলার আওনাড়া গ্রামের মধ্যকার পানি উন্নয়ন বোর্ডের খালের দুইপাড়েই বহূ বছর আগে থেকে মাটির পাহাড় জমে আছে। খালের পূর্ব পাঁশে বিস্তৃর্ণ এলাকাজুড়ে মাটির স্তুপ থাকায় মাঠ থেকে কৃষকদের ঘরে ফসল আনতে দুর্ভোগ পোহাতে হয়। খালের পূর্ব পাঁশের মাটির স্তুপ সরিয়ে রাস্তা তৈরি হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। এ প্রেক্ষিতে স্থানীয়রা মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। এরপর নির্বাহী প্রকৌশলী ওই আবেদনে লিখে দেন ‘স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মাটি জনস্বার্থে নেওয়া যেতে পারে’। কিন্তু স্থানীয় একটি চক্র পানি উন্নয়ন বোর্ডের খাল পাড়ের মাটি বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, মাটি নেওয়ার জন্য ব্যাবহৃত ট্রলির সারি। স্কেভেটর দিয়ে খাল পাড়ের মাটি কেটে ট্রলি ভরা হচ্ছে। পর্যায়ক্রমে ট্রলিভর্তি মাটি সেখান থেকে অন্যত্র নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা ও মাটি কাটা সরদার বাবু মিয়া বলেন, ‘প্রতি ট্রলি মাটি ৫৫০ থেকে ৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।’ মাটি কাটার অনুমতির কাগজ দেখানোর কথা বললেও গত চারদিন ধরে তিনি কোনো কাজগ দেখাতে পারেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।