ঢাকা রাত ৪:৩৮ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মো. জজ মিয়া (২৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর সুতিয়াখালী এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে।
রোববার (৯ জুন) দুপুরে জজ মিয়াকে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এ সময় বিজ্ঞ আদালতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
এর আগে গত শনিবার রাতে অস্ত্র কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জজ মিয়ার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগজিনসহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তদন্ত ওসি।
এ বিষয়ে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জজ মিয়া মহানগর কমিটির সদস্য। তবে সে রাজনীতিতে সক্রিয় নয়।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।