আজ ১২ই ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এরউদ্যোগ বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল এবং ভারতীয় আগ্রাসনেরবিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হয়েবক্তারা ভারতের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া জবাব ও যৌক্তিক সমালোচনা করেন।
উক্ত প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচীতে অতিথির বক্তব্যে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশউজাড় করে দিয়েছে বলেই আজ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনিছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের কর্মচারী।
ভারতীয় পণ্য বয়কটের ডাকের পরে এবার ভারতের সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানিয়ে গন অধিকার পরিষদ নেতা তারেকরহমান বলেন–
ভারত বাংলাদেশের সাথে যে সকল চুক্তি করেছে প্রতিটি চুক্তি বাংলাদেশকে ভারতের কাছে বিলিয়ে দেবার জন্য মতো, প্রতিটিচুক্তি ভারতের স্বার্থে বাংলাদেশের স্বার্থে নয়।
এসময় বক্তারা ইকোনমিক জোন বরাদ্দ ও প্রতিটি চুক্তি বাতিলের দাবি জানায়।
জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচীতেউপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের পাটোয়ারী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনেরসভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জনতার অধিকার পার্টি চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা কামাল উদ্দিন, জিসপ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন, গাজী মশিউর রহমান বাবুল, মো: আলমগীর কবির, মোঃ খোকন আলী, মোঃ আবুতাহের, শামীম আহমেদ জসিম প্রমুখ।