কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও সরকারের সিদ্ধান্তমূলক পদক্ষেপ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) পাবনা সার্কিট হাউজে পাবনা জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ী নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
এসময় পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাণিজ্য ও বিনিয়োগ নীতি প্রণয়নে ব্যবসায়ীদের পরামর্শ বিবেচনার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, ব্যবসায়িক কার্যক্রম নিয়মকানুন মেনে চলবে এবং অধিক লাভজনক ব্যবসার অনৈতিক চর্চার কারণে জনগণকে ভোগান্তিতে ফেলা উচিত নয়।
সম্প্রতি প্রস্তাবিত প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটের আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যবসায়ী সম্প্রদায়ের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।
কৃষি ও শিল্পের মতো খাতে পাবনার সমৃদ্ধ ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্যোগগুলোকেও উৎসাহিত করেন।
সভায় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। যারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় সহযোগিতা করেন।