ঢাকা ভোর ৫:৩৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এটাই প্রথম সিরিজ ভারতের। যদিও বিশ্বকাপের কেউই নেই দলে। তবে ট্রফি জয়ের পর প্রথমবার মাঠে নেমেই হারের স্বাদ পেলো ভারত। হারারেতে ভারতীয় বোলারদের তোপের মুখে আগে ব্যাটিং করে অল্পতেই আটকে যায় জিম্বাবুয়ে। তবে দলটির বোলাররা সেই লক্ষ্যকেই ম্যাচজয়ী পুঁজি বানিয়ে ফেলেন। শুরু থেকেই ভারতের ব্যাটারদের চেপে ধরে ঐতিহাসিক এক জয় তুলে নেয় সিকান্দার রাজার দল। ভারতের বিপক্ষে ৯ টি-টোয়েন্টিতে এটা জিম্বাবুয়ের তৃতীয় জয়।
গতকাল হারারে স্পোর্টস ক্লাবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে জিতেছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাটিং করে ১১৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ভারত।
লক্ষ্য তাড়ায় ২২ রানেই ৪ উইকেট হারায় ভারত। কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটির এই স্কোয়াডের প্রায় সবাই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন।
বিশ্বকাপ স্কোয়াডেই কেউই নেই এই সিরিজে। গতকাল অভিষেক হয় অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের। এর মধ্যে অভিষেক শুন্য, রিয়ান ২ আর ধ্রুব করেন ৭ রান।
একপাশে উইকেট গেলেও অন্যপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক শুভমন গিল। তবে ৪৭ রানে তাকে ফিরিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন সিকান্দার রাজা। তিনি করেন ৩১ রান।
৬১ রানে ৭ উইকেট হারানোর পর সুন্দর ও আভেশ খান মিলে লড়াই শুরু করেন। তখন লেজের লড়াইয়ে উৎরে যাওয়ার সম্ভাবনা ছিল ভারতের। কিন্তু ৮৪ রানে আভেশকে ফিরিয়ে আবার ম্যাচ নিজেদের দিকে টেনে নেন ওয়েলিংটন মাসাকাদজা। শেষ পর্যন্ত লড়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে তার ২৭ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয়ের সামনে যেন কোনো জবাবই জানা ছিল না দলটির ব্যাটারদের। সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান করেন ক্লাইভ মাধান্দে। এছাড়া ব্রায়ান বেনেট ২২ আর ডিওন মায়ার্স করেন ২৩ রান। ভারতের হয়ে ১৩ রান খরচায় ৪ উইকেট নেন রবি। আর ওয়াশিংটন সুন্দরের শিকার ২ উইকেট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।