ঢাকা ভোর ৫:৪০ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবার সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের  মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর থেকে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি চিনামাটির পাহাড়ের খাদের জলাশয়ে ডুবে মো. রুহুল আমিন (৩০) নামের একযুবকের  মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

রুহুল আমিন শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২০ মিনিটের মধ্যে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন অনুসন্ধান করে নিথর দেহ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুমনের প্রতিবেশী দাদা মো. খোরশেদ এ প্রতিবেদক কে বলেন, আজ সকালে বাবা, চাচাতো ভাই, বন্ধুবান্ধবসহ মোট ২৭ জন নেত্রকোনার বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সুমন। সেখানে বিরিশিরি চিনামাটির পাহাড়ের খাদের জলাশয়ে নেমে তলিয়ে যান সুমন।
খোরশেদ আলম বলেন, প্রথমে সুমনের বাবা ওই জলাশয়ে নামেন। এরপর বাবার দেখাদেখি সুমন নিজেও পানিতে নামেন। গোসলের একপর্যায়ে সুমন জলাশয়ের পানিতে ডুবদিয়ে অনেকক্ষণ ধরে উঠছিলেন না। এরপর বাবা ও অন্য স্বজনদের চিৎকারে আশপাশের এলাকার লোকজন সেখানে জড়ো হন। স্থানীয় কয়েকজন মিলে পানিতে সুমনের খোঁজে অনুসন্ধান চালান। ২০ মিনিটের মাথায় সুমনের লাশ মিলে।
আজ বিকেল পৌনে ৪টা নাগাদ সুমনের লাশ নিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন তাঁর চাচা জহিরুল ইসলাম। তিনি বলেন, পানিতে আরও অনেকেই নেমেছিলেন। কিন্তু সুমন ডুব দিয়ে তলিয়ে গিয়ে মারা গেছে। তবু তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুমনের মৃত্যুর খবর জানায়।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, বেলা আড়াইটার দিকে সুমন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।