ঢাকা ভোর ৫:১৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে রডের দামে সুখবর

পাঞ্জেরী ডেস্ক
জুন ৬, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট সংসদে ঘোষণা করা হয়েছে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এতে অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপকরণ রডের দাম নিয়ে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ সুখবর দেন।
এদিন বাজেট উপস্থাপনকালে দেশীয় শিল্পকে সহায়তায় ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদনে অপরিহার্য উপাদান ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেন তিনি। এর ফলে চূড়ান্ত বাজেটে এ প্রস্তাব অনুমোদন পেলে কমবে রডের দাম।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশেই ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদিত হচ্ছে। এটি রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি উৎপাদনকালে তা পরিশোধনে ব্যবহৃত হয়। আর ফেরো অ্যালয় জাতীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হলো ম্যাঙ্গানিজ। বর্তমানে এ পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ। তবে দেশীয় শিল্পকে সহায়তায় অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে প্রযোজ্য শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।