ঢাকা বিকাল ৪:১৮ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল

পাঞ্জেরী ডেস্ক
জুন ৬, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার পর পর বিকালে বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন স্থানে এ মিছিল করা হয়। এ সময় প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর নেতারা। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
বাজেটকে স্বাগত জানিয়ে বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানাসহ কেন্দ্রীয় নেতারা।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।’
বাজেট উত্থাপনের পরপরই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে আনন্দ মিছিল হয় রাজধানীতে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।