ঢাকা রাত ১:৫৪ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নিখোঁজের পর ভাঙারি বিক্রেতার লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট শহরে বাশার খলিফা নামে এক যুবক নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) সকালে শহরের নাগেরবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাশার খলিফা (২২) নাগেরবাজার রেলওয়ে বস্তির আব্দুল আজিজ খলিফার ছেলে। তিনি পেশায় ভাঙারি বিক্রেতা ছিলেন।
নিহত বাশারের বড়ভাই মাহবুব খলিফা জানান, শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। রবিবার ভোরে সড়কের ওপর তার লাশ পাওয়া যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ওসি জানান, লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।