গতকাল ১৭ ডিসেম্বর বিকাল ৪ টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ–জিসপ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিসপ কেন্দ্রীয় ওমহানগর নেতাকর্মীদের উপস্থিতিতে নয়া পল্টনাস্থ জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে বুলু‘র সুস্থতা চেয়ে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রধান অতিথি‘র বক্তব্যে নোয়াখালী সহ দেশের ক্রান্তিলগ্নে বরকত উল্লাহ বুলু‘র নানা অবদান সম্পর্কে আলোকপাত করে দেশ বাসীর কাছে বরকত উল্লাহ বুলু‘র সুস্থতা চেয়ে দোয়া প্রর্থনা করেন।
এসময় তিনি বলেন, বরকত উল্লাহ বুলু কেবল নোয়াখালীর কৃতি সন্তান নয় তিনি সমগ্র দেশের আলোকিত ব্যক্তিত্ব।জাতীয়তাবাদের আদর্শের সৈনিক জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার যিনি বিগত দিন আস্থা ও শৃঙ্খলার সাথে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বুলু‘র পরিবার হামলা মামলা ও নানা বিপদের সম্মুখীন হয়েও জাতীয়তাবাদের রাজনীতির হাল ছেড়ে পিছপা হননি।
বরকত উল্লাহ বুলু দীর্ঘদিন ফুসফুস সমস্যা জনিত কারণে ভুগছিলেন অবশেষে রাজধানীর একটি হসপিটালে অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন আছেন।
জিসপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন গাজী, মশিউর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাজারুল ইসলাম, জসিম উদ্দিন, মনির, মহসিন প্রমুখ।