ঢাকা সকাল ১০:০২ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ববির হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
জুন ১০, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিংরুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে।
তথ্য নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট হেনা রাণী বিশ্বাস।
নিহত ছাত্রী শেফা নূর ইবাদি (২৪) ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার সহপাঠীরা জানান, ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি হল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর দ্রুত তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেফা ব্যক্তিগত কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগে তিনি আরও একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।
প্রভোস্ট হেনা রাণী বিশ্বাস বলেন, ‘রিডিং রুমের বারান্দা থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।