ঢাকা ভোর ৫:০৬ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ আসছে বঙ্গ-তে

বিনোদন ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ এবার আসছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি বঙ্গ’র ফেসবুক পেজ থেকে একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের এক সাধারণ মেয়ে দেশের কর্মজীবী নারীদের কণ্ঠস্বর হয়ে উঠার গল্প নিয়ে এই সিরিজটি ২০২১ সালে ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপরে এই প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি। ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ, এর আগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন ও চঞ্চল চৌধুরী প্রমুখ। ১১ই জুলাই থেকে সিরিজটি দেখা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।