ঢাকা সকাল ১১:১২ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে ফেনীর সোনাগাজীতে আমেরিকান নারী

ফেনী প্রতিনিধি
জুন ৪, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রেমের টানে বাংলাদেশের ফেনীর সোনাগাজীতে এসে জামশেদ আলম রাজুকে (২৫) বিয়ে করেছেন আমেরিকান বংশোদ্ভূত নারী সেন্ডোরা ব্রোক্স (৫৫)। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় বলে জানা গেছে।
২০১৮ সালে ফেসবুকে পরিচয়ের পর থেকে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। অতঃপর গত শনিবার (১ জুন) বাংলাদেশে এসে সোমবার বিয়ের পিড়িতে বসেন আমেরিকান নারী। এ সময় নবদম্পতিকে একনজর দেখতে বিয়ের অনুষ্ঠানস্থলে ভিড় করেন উৎসুক মানুষ । জামসেদ আলম রাজু পেশায় ব্যবসায়ী। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মোক্তার বাড়ি (মফিজ চেয়ারম্যান এর বাড়ি) মৃত রুহুল আমিনের ছেলে। ৪ ভাই, ১ বোনের মধ্যে সবার ছোট তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।