ঢাকা বিকাল ৪:২১ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
জুন ৬, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় ফারুক ভূইয়া নামে এক দোকানের মালিককে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ জুন) দোকান মালিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত শুক্রবার (৩১ মে) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফারুক পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত নুরু ভূইয়ার ছেলে।
নিহতের স্ত্রী রিজিয়া বেগম বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তার স্বামী ফারুকের কাছে বাকিতে সিগারেট নিতে চায় স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন। এ সময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা ১ হাজার ৪০০ টাকা চায় ও বাকিতে সিগারেট দিতে না চাইলে এতে ক্ষিপ্ত হন শাওন, শাহিন ও সুমন। এরপর তার স্বামীর উপর লোহার রড় দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী আহত হলে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ হামলার পরে ৪ জুন ফারুক ভূইয়ার স্ত্রী রিজিয়া বেগম তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।