ঢাকা ভোর ৫:০৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৮, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
মে ২৯, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ মে) সকালে ওয়াশুক জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।
দেশটির স্থানীয় পুলিশ বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, জেলার বিসমিয়া এলাকায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
সামান্য আহত কয়েকজন যাত্রীর বরাতে পুলিশ জানিয়েছে, তুরবাত শহর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটায় যাওয়ার পথে দ্রুতগতিসম্পন্ন বাসটির একটি টায়ার ফেটে গিয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।