নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধাসহ তিন জন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন- আয়েশা আক্তারের ছেলে আলমগীর (৪০) বড় মেয়ে ফরিদা (৫০)। আহত আয়েশা আক্তার উপজেলার ঘোড়াশাল পৌরসভার আঁটিয়া গ্রামে মৃত নিজাম উদ্দীনের স্ত্রী। পলাশ থানার অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে আঁটিয়া গ্রামের হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, আফজাল হোসেন, বুরুজ, আসলাম সহ আরো অজ্ঞাতনামা ৩-৪ জন একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক জমিতে টিনের বেড়া দিতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে হেলাল উদ্দিন গং জাহাঙ্গীর আলমের বৃদ্ধ মা আয়েশা আক্তারকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পলাশ থানা অফিসার ইনচার্জ ইকতিয়ার উদ্দিন জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।