ঢাকা ভোর ৫:৩৮ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
জুন ৩, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুন) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলোয়ার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রিনা আক্তার (৩৯)। তার ছেলে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। রবিবার রাত ১১টার দিকে নেশার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছেলে। এতে ঘটনাস্থলেই নিহত হন মা রীনা আক্তার।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, ‘মাদকের টাকা না পেয়ে বটি দিয়ে কুপিয়ে ছেলেটি তার মাকে হত্যা করেছে। আমরা তাকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।