ঢাকা রাত ১২:৪৯ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দোয়াত কলম প্রতীকের পক্ষ নেওয়ায় শরণখোলায় চাল পায়নি ১২০টি পরিবার

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
জুন ১, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দোয়াত কলম প্রতীকের পক্ষ নেওয়ায় চাল পায়নি ১২০টি স্মার্ট কার্ডধারী পরিবার। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধের দ্বিতীয় দফার ৪০ কেজি চাল থেকে বঞ্চিত হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর এলাকায়। ভুক্তভোগীরা চাল না পাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তারা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম মার্কা সমর্থন করায় স্মার্ট কার্ডধারীদের চাল দেয়নি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তার বয়াতী এমন অভিযোগ উত্তর রাজাপুর গ্রামের মকবুল হাওলাদার, মিলন হাওলাদার, রহমান হাওলাদার, রবিউল হাওলাদার, নাজেম হাওলাদার, সোহরাব হাওলাদার, খলিল হাওলাদার, আবুল বাশার তালুকদার, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ নাসিরসহ অনেকের।
তারা আরও জানায়, গত মাসেও ৪০ কেজি করে চাল পেয়েছি। কিন্তু এ মাসে চাল আনতে গেলে আমাদের কাউকে চাল দেয়া হয়নি। তবে বিতরণ কাজে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্তার বয়াতী জানায়, উপজেলা নির্বাচনে আমরা আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম প্রতীক সমর্থন করি বিধায় আমাদেরকে চাল দেওয়া হবে না। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে তিনি দেখা করেন নাই।
ঘটনার বিষয়ে জানতে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার মোবাইলে ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার বয়াতী বলেন, আমাকে যেভাবে তালিকা দেওয়া হয়েছে আমি সেই ভাবে চাল বিতরণ করেছি। এ মাসে কেন তাদের নাম তালিকাভুক্ত হয়নি তা আমি বলতে পারছি না। দোয়াত কলম প্রতীকের সমর্থক হওয়ায় তারা চাল পায়নি একথা সঠিক নয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহ জানান, এমন ঘটনার কোন অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে উপকারভোগী জেলেরা সুনিদৃষ্ট অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।