ঢাকা সকাল ৮:২২ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশকে ভালোবাসার মানুষ কমে যাচ্ছে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবদক
জুন ৩, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দেশ ও শহরকে ভালোবাসার মানুষ দিনদিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (০৩ জুন) রাজধানীর গুলশান ২ ডিএনসিসি নগর ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু নিজেদের চিন্তা করি, কিন্তু আমাদের কি হবে সেটা কেউ চিন্তা করি না। আমি চিন্তা করি কীভাবে মাঠ,খাল,রাস্তা, বড়-বড় জমি দখল করবো। এমন চিন্তা বাদ দিয়ে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে শুধু নিজেদের না, আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তা করেননি আমার। উনি চিন্তা করেছেন আমাদের। তাই আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি।
আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একটি বাসাও ঢাকায় নেই। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমার বাসা লাগবে না। আমার বাসা আছে গোপালগঞ্জে। এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।