ঢাকা সকাল ১০:০১ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতায় প্রাণ গেল স্কুলছাত্রের

দিনাজপুর প্রতিনিধি
জুন ১০, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বলের আঘাতে ৫ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার স্থানীয় শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সামিউল (১২) শাল খুড়িয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় বেড়া মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতাটি শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল। এ সময় বলে হেড করার সময় সামিউল আহত হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সামিউল স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা জনিত। কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃক্ষজনক। শিক্ষা দপ্তর থেকে তো কোনো আর্থিক সহায়তা দেয়নি। ব্যক্তিগতভাবে দাফন কাফনে পরিবারটিকে ৫ হাজার টাকা দিয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।