ঢাকা ভোর ৫:১৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে দর্শকের প্রতি শাকিবের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ

বিনোদন প্রতিবেদক
জুন ২৫, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রায়হান রাফি পরিচালিত ও ঢাকাই মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’র তাণ্ডবে আলোড়িত চারদিক। ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তুফান’ মুক্তির পরে সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে হুলস্থুল ফেলে দিয়েছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। এবার হয়ে গেল আলোচিত এই সিনেমার বিশেষ প্রদর্শনী।গত সোমবার (২৪ জুন) রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে ‘তুফান’র স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়।
মুক্তির পর থেকেই সাড়া জাগানো এই সিনেমার টিকেট পেতে দর্শকের মাঝে রীতিমতো হাহাকার বিরাজ করছে। মেগাস্টার শাকিব খানও টিকেট নিয়ে একই ধরণের অনুভূতি প্রকাশ করলেন। সেই সাথে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,“ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকেট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা জানাই।”
মুক্তি পাওয়া ‘তুফান’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার সন্ধ্যায় সনি সিনপ্লেক্সে বসে শাকিব খান পুরো ছবি উপভোগ করেন। এদিন শাকিব ছাড়াও আরও এসেছিলেন তুফান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, চরকির সিইও রেদোয়ান রনি, এস ভি এফ’র ব্যবস্থাপনা পরিচালক মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, নাবিলা।
আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ, নায়িকা বিন্দু, অভিনেত্রী রুনা খান,সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, নায়িকা ঐশী, নায়ক রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।
‘তুফান’র সীমাহীন সাফল্যে উচ্ছ্বসিত ঢালিউড কিং শাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন, ‘তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ পারসেন্ট পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!’
স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, ‘বাংলাদেশের সকল দর্শকদের ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে।’ তুফান’র এই অসাধারণ সাফল্যের জন্য তিনি বিশেষ করে শাকিব খানকে ধন্যবাদ জানান।
এই আয়োজনে পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিনোমটা দেখে যা ভালো লাগে আমাদের বলেন। দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি।’
এছাড়া বিশেষ প্রদর্শনীতে প্রযোজক এবং শিল্পী নাবিলা ও চঞ্চল প্রত্যেকেই তুফানকে সফল করার জন্য দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।