ঢাকা সন্ধ্যা ৬:৩০ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন: এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
জুন ১৬, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিনে ২০২৩/২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানে লক্ষ্যে ১৩৬টি উপকরণ গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন বলেন, জেলেদের উন্নয়নের কথা অতীতের নিয়ে কোন সরকার চিন্তা করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই নদীতে অবরোধকালীন সময়ে জেলেদের জন্য যথাসময়ে চাল বিতরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান আমিন মহাজন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের সহ আরও অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।