ঢাকা সন্ধ্যা ৭:৫৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামের এক ড্রামট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৮ টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রামট্রাক চালক রুবেল হাওলাদার (৩২) আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তাৎক্ষনিকভাবে ভিকটিমের পরিবারের পরিচয় ও ঠিকানা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন বলেছেন, একটি ড্রামট্রাক অজ্ঞাতনামা আরেকটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ড্রামট্রাকের ভেতরে থাকা হেলপারেরই মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। ভিকটিমের গাড়ির চালক ও গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।