ঢাকা বিকাল ৩:৩৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই ৬, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে পচা মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুলাই ) দুপুরে পৌরসভার আকুর টাকুর পাড়া বটতলা সিটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
এ সময় তিনি বলেন, কসাইখানা পরিদর্শকের মাধ্যমে এই তথ্য জানতে পেরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আশা মাংস ভান্ডারের মালিক পৌরসভার কলেজ পাড়ার ঠান্ডু মিয়ার ছেলে মোঃ নুরনবী (৩২) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার হীরা মিয়া, টাঙ্গাইল সদর ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, এ ছাড়া কসাইখানা পরিদর্শক সোহেল রাজু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।