গত ১১ই অক্টোবর ২০২৪ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে, শেরপুর ঝিনাইগাতির বিভিন্ন এলাকায়বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন (জিসপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এম গিয়াস উদ্দিন খোকন বলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ বরাবরই
দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাঁরই অংশ হিসাবে প্রতিবারের ন্যায় এবারও দেশের বন্য কবলিত বিভিন্ন স্থানেআমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
এসময় তিনি জাতীয়তাবাদের আদর্শ লালন করে সর্বদা দেশের কল্যাণে সংগঠন কে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে জিসপ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি নজরুল ইসলাম জুয়েল সহ আরও উপস্থিত ছিলেনসুলতান মাহমুদ পলাশ, রাশেদুল ইসলাম,মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মহিসন সোহাগ, মনিরুজ্জামান মঞ্জু প্রমুখ।