ঢাকা বিকাল ৫:৩৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চোরের গুলিতে প্রাণ গেলো হলিউড নায়কের

admin-jannat
মে ২৮, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

হলিউড নায়ক জনি ওয়াকটরকে গুলি করে হত্যা করেছে ৩ গাড়ি চোর। এ ঘটনার সময় অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তারা।
ঘটনাটি ঘটে ডাউনটাউন এলএ-র ওয়েস্ট পিকো বুলেভার্ড এবং দক্ষিণ হোপ স্ট্রিটের মাঝে। গুলি করার পর ৩জনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
এদিকে মাত্র ৩৭ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে স্তম্ভিত ভক্তরা। ‘জেনারেল হসপিটাল’-এ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত শনিবার দিবাগত রাত ৩.২৫-এ জনিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে।
ঘটনার পরই অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জনির এজেন্ট ডেভিড শউল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করতে দেখে ৩ চোরকে বাধা দেওয়ার চেষ্টা করেন এ অভিনেতা। এসময় হাতাহাতিও হয় তাদের মধ্যে। এরপরেই তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তার এজেন্ট ডেভিড শাউল বলেন, জনি ওয়াকটরকে একজন ‘অসামান্য মানুষ’ ছিলেন।
প্রয়াত এই অভিনেতা গত ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এবিসি সোপ অপেরায় ‘ব্র্যান্ডো করবিন’ চিত্রিত অভিনয় করেছিলেন। মোট ১৬০টি পর্বে তিনি অভিনয় করেন।
উল্লেখ্য, ওয়াক্টর ‘স্টেশন-১৯,’ ‘এনসিআইএস,’ ‘ওয়েস্টওয়ার্ল্ড এবং ভিডিও গেম ‘কল অফ ডিউটি: ভ্যানগার্ড’ সহ বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।