ঢাকা দুপুর ১:১৯ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনে যুক্তরাষ্ট্রের ৪ শিক্ষককে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
জুন ১১, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চীনের একটি পার্কে ঘুরতে গিয়ে ছুরি হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে হয়েছে।
সোমবার (১০ জুন) চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে।
আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নর্থ চীনের জিলিন শহরের এক পার্কে গিয়ে এ ঘটনার শিকার হন চার শিক্ষক।
আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অ্যাডাম জাবনের বলেছেন, তার ভাই ডেভিড এই ঘটনায় আহত ৪ জনের একজন। সোমবার ১০ জুন পার্কে একটি পুরানো স্থাপনা দেখতে গিয়েছিলেন সেই শিক্ষকরা। তখন ছুরিসহ এক ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
বিবৃতিতে কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে ওই শিক্ষকরা সেখানে পড়াতে গেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তারা চীনে মার্কিন শিক্ষকদের উপর হামলার বিষয়টি সম্পর্কে জেনেছেন। তবে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার বিষয়ে চীনের ওই অঞ্চলের পুলিশ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিনজন ব্যক্তি আহত রক্তাক্ত অবস্থায় পার্কের মাটিতে পড়ে আছেন।
বিবিসি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।