ঢাকা সন্ধ্যা ৬:৫৪ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন জব্দ, নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জুন ৮, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী একটি বাড়ি থেকে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার বাড়ি থেকে ৪০০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
গত শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোদালকাটি ভাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি দল।
গ্রেফতারকৃত শাহনাজ বেগম ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
শনিবার (৮ জুন) সকালে ‌র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মোল্লাপাড়া রাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম পালিয়ে যান। এসময় তার বাড়ি তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার টাকা পাওয়া যায়। মাদক পাওয়ায় রফিকুলের স্ত্রী শাহনাজ বেগমকে গ্রেফতার করে র‌্যাবের ওই দলটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।