গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতায় এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। সেই সঙ্গে প্রায় ২০ হাজার শিশু পরিবার হারিয়েছে। এসব শিশুর সহায়তায় অনেক তারকাই হাত বাড়িয়েছেন। এবার এগিয়ে এসেছেন জনপ্রিয় আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান। প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে (পিসিআরএফ) সংগ্রহ করা ২০ লাখ মার্কিন ডলার দিয়েছেন নিকোলা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৩ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।